
হাওড়ের গ্রামগুলো সমতল ভূমিতে
মাথা তুলে দাঁড়িয়ে ফসলের জমিতে
গ্রাম তো নয় যেন ছোট ছোট পাহাড়
চারিদিকে সবুজের ঘন সমাহার।
গ্রীষ্মের মাঝামাঝি পাকে মাঠে ধান
ধান কাটে কৃষক আর গায় কত গান
বর্ষায় গ্রামগুলো দ্বীপের মতন
থৈ থৈ পানিতে ভাসে সারাক্ষণ।
এ গ্রাম ও গ্রাম যায় মানুষ বেড়াতে
নৌকা-ট্রলার যোগে বর্ষার পানিতে
জেলেরা জাল নিয়ে যায় মাছ ধরতে
বর্ষার হাওড়ে কাক ডাকা প্রভাতে।
ঘাটে ঘাটে বউ-ঝি গোসলেতে নামে
সানন্দ গোসল চলে হাওড়ের গ্রামে।
ছোট খোকাখুকিরা বর্ষার জলে
দাপা দাপি করে আর কত খেলা খেলে
বৃষ্টিতে ছোটরা নাচে তাল ছন্দে
কানে তুলো দেয় তারা মা’র গাল- মন্দে।
মৌসুমি বাতাসে ঢেউ উঠলে হাওড়ে
মনে হবে গর্জন যেন মহা সাগরে।
হাওড়ের গ্রামগুলো অপরূপ বর্ষায়
অনিন্দ্য সৌন্দর্যের পসরা সাজায়।
মিঞা মোঃ এলাহি
২৫/৬/২০২০