বঞ্চনা আর বৈষ‌ম্যের কথা বল‌তে বল‌তে ম‌ঞ্চেই মৃত্যুর হল অফিস সহকারি ফোরকানের

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক
বেসরকারি শিক্ষক কর্মচারীদের পেশাগত বৈষম্য আর বঞ্চনার কথা ম‌নে জ‌মে থাকা অব্যক্ত ক‌স্টের কথা বল‌তে বল‌তে ম‌ঞ্চে মৃতু্ কো‌লে ঢ‌লে পর‌লে বেসরকারী শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের তৃতীয় শ্রেনীর কর্মচারী শহীদ ফোরকান । তি‌নি খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারী । তার মৃতু্য‌তে সারা দে‌শের অ‌ফিস সহকারী‌দের মা‌ঝে শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে।
আজ ১২ আগষ্ট চট্টগ্রা‌মের খাগড়াছ‌ড়ি‌তে বেসরকারি শিক্ষা প্র‌তিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী‌দের স‌ম্মেলন ছিল। সামা‌জিক দুরত্ব বজায় রে‌খে শতা‌ধিক কর্মচারী ও আম‌ন্ত্রিত অ‌তি‌থি উপ‌স্থিত ছি‌লেন। সভায় তৃতীয় শ্রেণীর কর্মচারী‌দের ক‌ষ্ট আর বৈষ‌ম্যের কথা তু‌লে ধ‌রে বক্তব্য দি‌তে থা‌কেন শহীদ ফোরকান। এক পর্যা‌য়ে তি‌নি কান্নায় ভে‌ঙ্গে প‌ড়েন। এসময় তি‌নি হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে ম‌ঞ্চেই মৃত্যুর কোলে ঢ‌লে প‌ড়েন। দ্রুত চি‌কিৎস‌কের কা‌ছে নেয়া হ‌লে তা‌কে মৃত ঘোষণা করা হয়। এরপর স‌ম্মেলন স্থ‌গিত হ‌য়ে যায়। কর্মচারীরা শ‌হীদ ফোরকা‌নের মৃত‌দেহ জ‌ড়ি‌য়ে আহজা‌রি কর‌তে থা‌কেন।

এখবর ছ‌ড়ি‌য়ে পড়‌লে সারা দে‌শের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ‌ফিস সহকারী‌দের ম‌ধ্যে শো‌কের ছায়া নে‌মে আসে। তার পরিবার‌কে সহায়তা কর‌তে তাৎক্ষ‌নিক ভা‌বে বি‌ভিন্ন জেলা উপজেলা থে‌কে কর্মচারীরা সহায়তা পাটাচ্ছেন ব‌লে জানা গে‌ছে। সহায়তার বিকাশ নং নম্বর 01644246530। এ‌দি‌কে শহীদ ফোরকা‌নের মৃত্যুতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সভাপতি মোঃ সাইদুল হাসান সেলিম ও মহাসচিব মোঃ আব্দুল খালেক এর পক্ষ থেকে গভীর শোক জা‌নি‌য়ে‌ছেন। সভাপতি আরো বলেন শহীদ ফোরকানের পরিবারের পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন।


Categories