
মো. সাদেকুল ইসলাম ভুইয়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগরে বজ্রপাতে মোহাম্মদ রাসেল নামে এক তরুণের মৃত্যু হয়েছে।গতকাল সকাল ১১:৩০ টার সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার পাহারপুর ইউনিয়নের খাটিংগা গ্রামের আহাদ মিয়ার ছেলে।
নিহত রাসেলের প্রতিবেশি প্রভাষক দেলোয়ার হোসেন জানান,সকালে ঝড়ো বৃষ্টি শুরু হল রাসেল তাদের বাড়ির সাথে একটি ব্রিজের পাশে আশ্রয় নেন। এ সময়ে তিনি বজ্রপাতের শিকার হন। এলাকাবাসী স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত তাকে ঘোষণা করেন।
পাহারপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।