“বঙ্গমাতার জন্মবার্ষিকীতে অসহায় দুস্ত নারীদের সেলাই মেশিন বিতরণ করেন চেয়ারম্যান আজাহার”

তাড়াইল (কিশোরগঞ্জ) থেকে- মো মিজানুর রহমান।
“বঙ্গমাতার জন্মবার্ষিকীতে অসহায় দুস্ত নারীদের সেলাই মেশিন বিতরণ করেন চেয়ারম্যান আজাহার”
বঙ্গমাতা, ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলায় তাড়াইল উপজেলায় দামিহাতে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জনা যায়, গতকাল শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শনিবার সকাল ১১ টায় তাড়াইল উপজেলার ৫নং দামিহা ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা ও সেলাই মেশিন বিতরন সভা অনুষ্টিত.হয়।
সমষ্টিক দীর্ঘ আলোচনা শেষে বঙ্গমাতা আবহের এই শুভ জন্মদিন উপলক্ষে দামিহা ইউনিয়নের অসহায় দুস্থ নারীদের এই সেলাই মেশিন বিতরন করা হয়। নারীরা যাতে নিজেরা স্বাবলম্বী হয় ও অন্যদের স্বাবলম্বী হতে উৎসাহ প্রদান করে বঙ্গমাতার সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্য এসব নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মো তারেক মাহমুদ, কিশোরগঞ্জ- ৩ (তাড়াইল- করিমগঞ্জ) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু সাহেবের এপিএস জনাব আমিরুল হক খাঁন (বাবলু), তাড়াইল উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মো জহিরুল ইসলাম ভুঁইয়া (শাহীন) প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৫নং দামিহা ইউনিয়ন পরিষদের সৎ ও সাহসী চেয়ারম্যান মনিরুল হক আজহার।