
বঙ্গবন্ধু তুমি অমর -মোঃ আশরাফ আলী
সীমা ছাড়িয়ে , গেল যখন
পাকিস্তানিদের অত্যাচার,
ক্ষেপে উঠল , সকল জনতা
তখন পূর্ব বাংলার।
তোমার ডাকেই, সকল জনগণ
দিয়েছিল সাড়া,
পিছু হটেনি , যদিও গিয়েছিল
লক্ষ মানুষ মারা।
যুদ্ধ করল, দেশের মানুষ
সকলে ঝাপিয়ে পড়ে,
প্রাণে বেঁচে, গেল পাকিস্তানি
আত্মসমর্পণ করে।
স্বাধীন করেই, ছাড়লে তুমি
মোদের মাতৃভূমি,
দেশকে গড়ার,পর্যাপ্ত পরিমাণ
সময় পাওনি তুমি।
নিষ্ঠুর মানুষ, হত্যা করেছিল
পুরো পরিবার,
জাতির জনকের জন্য কি ছিল
এটাই পুরষ্কার?
তোমাকে মেরে, শান্তি পায়নি
হত্যাকারীদের কেহ,
দেশবাসী তাদের, বিচার করেছে
ফাঁসিতে ঝুলিয়ে দেহ।
মানুষ জন্মে, মানুষ মরে
তারপরেই শেষ,
অমর হয়ে, আছ বঙ্গবন্ধু
গড়ে বাংলাদেশ।