“বঙ্গবন্ধু অলিম্পিয়াডের বর্ণাঢ্য ফাইনালে শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলা দল”

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০
মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।

বঙ্গবন্ধু অলিম্পিয়াডের বর্ণাঢ্য ফাইনালে শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলা দল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’-এ শ্রীমঙ্গল উপজেলা দল এবং বড়লেখা উপজেলা দল ফাইনালে উন্নীত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলার নেতৃত্ব দিচ্ছে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের ৩ মেধাবী কিশোর।  মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে তারা ফাইনালে ওঠে।
আগামীকাল বর্ণাঢ্য ফাইনালে শ্রীমঙ্গল উপজেলা দল বড়লেখা উপজেলার এন. সি. এম উচ্চ বিদ্যালয় দলকে মোকাবেলা করবে।
আগামীকাল সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠানটি জেলা প্রশাসনের ফেসবুক পেজ ছাড়াও ক্যাবল চ্যানেল এম সি এস এ সরাসরি দেখানো হবে। ফাইনালে জয়ী হওয়ার ব্যাপারে উভয় দল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে

Categories