শিপলু আহমেদ, কাহালু প্রতিনিধি
গুড়ার কাহালুতে জব্দকৃত চাল হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়েছে। কাহালু থানা পুলিশ এর আয়োজনে খাদ্য বান্ধব র্কমসূচীর জব্দকৃত চাল হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কাহালু থানা চত্বরে বিতরত অনুষ্ঠানে কাহালু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাছুদুর রহমান, সহকারী পুলিশ সুপার নন্দীগ্রাম সার্কেল আহমেদ রাজিউর রহমান উপস্থিত ছিলেন।জানা গেছে, কাহালু থানা খাদ্য বান্ধব র্কমসূচীর জব্দকৃত ৪১ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি ) চাল মোট ২০০৫ কেজি আদালতের অনুমত্ক্রিমে মোট ২০৫ জন হতদরিদ্রের মাঝে ১০কেজি করে চাল,এবং জেলা পুলিশের পক্ষ থেকে প্রতেকের জন্য ১লিটার সয়াবিন তেল ,১কেজি মসুর ডাল, ১কেজি আলু বিতরণ করা হয় ।