বগুড়ায় করোনা আক্রান্ত সরকারী কলেজের প্রভাষকের মৃত্যু

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে আব্দুর রশিদ (৪২)নামে সরকারি কলেজের এক শিক্ষকের মৃত্যু হয়েছে ।তার বাড়ি বগুড়ার শেরপুরে খানপুর এলাকায়। তিনি খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন। সোমবার সকাল ১১ টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মুখপাত্র জাহাঙ্গীর আলম মৃত্যুর খবর নিশ্চিত করেন।খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক “আব্দুর রশিদ ২০১৭ সালে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। তারপর থেকে তিনি স্ত্রী ও এক শিশু সন্তান নিয়ে খুনলা শহরেই থাকতেন। ঈদুল আজহার দুই দিন আগে ঈদ উদযাপন উপলক্ষে বাড়িতে আসেন। ঈদের দুই দিন পর তার করোনা পজেটিভ ধরা পরে। হাসপাতাল মুখপাত্র জাহাঙ্গীর আলম জানান , করোনা আক্রান্ত হয়ে প্রভাষক আব্দুর রশিদ ৫ আগস্ট সন্ধ্যা ৬ টায় দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে সেখানেই তার মৃত্যু ঘটে । তিনি আরো জানান, লাশ জীবানুমুক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Categories