বগুড়ার শেরপুরে স্কুল ছাত্রীর অশ্লীল ছবি ও ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ

বগুড়ার শেরপুরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে স্কুল ছাত্রীর অশ্লীল ছবি ও ভিডিওচিত্র ধারণের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে শেরপুর উপজেলার শহরন্দেগী ইউনিয়নের আন্দিকুমরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ মিনহাজ ইসলাম(১৯)। দীর্ঘ সময় অভিযান চালিয়ে ঐ এলাকার একটি বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হন।এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা আব্দুল আলিম বাদী হয়ে ১০ আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেন। তার বাড়ি একই ইউনিয়নের কানাইকান্দর গ্রামে। মামলায় কথিত বখাটে প্রেমিক মিনহাজ সহ অজ্ঞাতনামা আরো দুই-তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়,উপজেলার কানাইকান্দর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সঙ্গে মিনহাজ প্রেমের সম্পর্ক করে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যায়। এক পর্যায়ে বিয়ের প্রলোভন সহ নানা কৌশলে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে মিনহাজ।শারীরিক সম্পর্ক গড়ে তোলার এক পর্যায়ে কৌশলে অশ্লীল ছবি ও ভিডিওচিত্র মোবাইল ফোনে ধারণ করে মিনহাজ। পরবর্তীতে বখাটে মিনহাজ কথিত প্রেমিক এর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে বসেন।
চাঁদা না দিলে এসব অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় মিনহাজ। এক পর্যায়ে উক্ত দশম শ্রেণীর ছাত্রী ঘটনাটি পরিবারকে জানাই। উক্ত ঘটনা মিনহাজ এর পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দেয়। এদিকে অন্তরঙ্গ ছবি ও ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ার পর মানুষ ভাবে ভেঙে পড়েছে ওই স্কুলছাত্রী ও তার পরিবারের সদস্যরা ।