“ফিফা ফুটবলের র‍্যাঙ্কিং এ প্রথম বেলজিয়াম ৩য় ব্রাজিল ও ৯ম আর্জেন্টিনা, ভালো খেলে পাঁচে পর্তুগাল”

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

ফিফা ফুটবলের র‍্যাঙ্কিং এ প্রথম বেলজিয়াম ৩য় ব্রাজিল ও ৯ম আর্জেন্টিনা, ভালো খেলে পাঁচে পর্তুগাল।

আন্তর্জাতিক ফুটবলের র‍্যাঙ্কিং ঘোষণা করল ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। তাতে শীর্ষস্থানে আছে বেলজিয়াম। অপরিবর্তিত আছে এরপরের তিনটি স্থানও। যেখানে অবস্থান করছে যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল এবং ইংল্যান্ড। ভালো খেলে তালিকার পাঁচে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

 

অবনমন হয়েছে উরুগুয়ের। বর্তমানে দলটি আছে ছয় নম্বরে। পর্তুগালের উন্নতিতে সাতে অবস্থান করছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া অবস্থান করছে তালিকায় আটে। এরপরের স্থান দুটিতে আছে আর্জেন্টিনা এবং কলম্বিয়া।

সেরা দশে না থাকলেও এক ধাপ এগিয়েছে জার্মানি। তারা আছে তালিকার চৌদ্দতে। তার আগের অবস্থান ২০১০ বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডের। ইতালির আছে বারোতে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোন হেরফের হয়নি। লাল-সবুজের দল আগের মতোই আছে ১৮৭ নম্বরে। তবে একধাপ পিছিয়ে ভারতের বর্তমান অবস্থান ১০৯ তে। তালিকার ২৮ এ থেকে এশিয়ার নেতৃত্ব দিচ্ছে জাপান।


Categories