ফাইনালের উত্তাপ ছড়াতে পারে রাতের পিএসজি-রিয়াল মাদ্রিদ মহারণ!!

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

ফাইনালের উত্তাপ ছড়াতে পারে রাতের পিএসজি-রিয়াল মাদ্রিদ মহারণ!!

গ্রুপ পর্বের বাঁধা ডিঙিয়ে আগেই চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। এবার তাদের সামনে শেষ আটে যাওয়ার লড়াই। এমন সমীকরণে সুপার সিক্সটিনের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে এই দুই দল। যেখানে আজ বাংলাদেশ সময় রাত ২টায় নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে গ্যালাকটিকোদের আতিথেয়তা দেবে মাওরিসিও পচেত্তিনোর দল।

মাঠের খেলা তো বটেই সাম্প্রতিক সময়ের দলবদলে এই দুই দলের লড়াইটাও বেশ জমজমাট। বলা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের কথা। গত গ্রীষ্ম থেকে চেষ্টা করেও এই ফরাসি ফরোয়ার্ডকে দলে টানতে সমর্থ হয়নি রিয়াল মাদ্রিদ।

অবশ্য আশা ছাড়েনি রিয়াল মাদ্রিদ। তারা অপেক্ষা করছে আসন্ন ট্রান্সফার উইন্ডোর জন্য। লা লিগার ক্লাবটির আশার পালে হাওয়া দিচ্ছেন এমবাপ্পে। বিভিন্ন  সময় মিডিয়াতে ২৩ বছর বয়সী ফুটবলার জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ তার কাছে অনেকটা স্বপ্নের মতো। তাই স্পেনের শীর্ষ ক্লাবটির প্রতিনিধিত্ব করতে মরিয়া তিনি।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত ১৩বার প্রতিযোগিতাটির শিরোপা জিতেছে তারা। তবে পিএসজির সাথে তাদের সবশেষ স্মৃতি ভালো নয়। ২০১৯-২০ মৌসুমে পিএসজির মাঠে ৩-০ গোলে পরাজয়ের পর ফিরতি লেগে ২-২ গোলে ড্র করেছিল স্প্যানিশ জায়ান্টরা।

এই ম্যাচে রামোসের সার্ভিস পাচ্ছে না পিএসজি। চোটের কারণে মাঠের বাইরে আছেন এই ডিফেন্ডার। তাই সাবেক ক্লাবের বিপক্ষে খেলার সুযোগ হাতছাড়া করতে হচ্ছে তাকে। শুধু রামোসই নয়, নেইমার জুনিয়ারকে নিয়েও চিন্তা পিএসজির। চোট শেষে অনুশীলনেও ফিরলেও এখনও পূর্ণ ফিট হতে পারেননি। তাই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মাঠে নামা নিয়ে আছে যথেষ্ট শঙ্কা।

মাঝমাঠেও শক্তিতে বরীয়ান রিয়াল মাদ্রিদ। পজিশনটিতে লুকা মডরিচ, কাসিমিরো, টনি ক্রুস, ভালভার্দেরা আছেন সেরা ছন্দে। রক্ষণভাগ আগলে রাখছেন দানি কারভাহাল, এদের মিলিতাও, ডেভিড আলাবারা। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল ভক্তকূল।


Categories