“ফটিকছড়িতে সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১!”

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

মোঃ মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি।

ফটিকছড়িতে সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১!

 চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাইন্দং ইউনিয়নের রাবার বাগান এলাকায় শান্তি পরিবহনের একটি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের খবর শুনা যায়। এতে মোঃ ইব্রাহিম (বাশেক) নামের এক সিএনজি চালক আহত হয়। আহত মোঃ ইব্রাহিম (বাশেক)কে মেডিকেল পাঠানোর পথে তার মৃত্যু হয়।

আজ ১০ আগস্ট (সোমবার) দুপুর ২টার সময় এই ঘটনা ঘটে। নিহত বাশেক উত্তর পাইন্দং রাবার বাগানের উত্তর পাশের বাড়ির সন্তান।

সে ফটিকছড়ি পৌরসভা সিএনজি চালক সমবায় সমিতির সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা।


Categories