
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের একটি প্রতিনিধিদল স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে অধ্যক্ষ রফিকুল ইসলামের কবর জিয়ারত মোনাজাতে অংশ নেন। গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৮ টায় রওনা করে সাড়ে বারোটায় ভোলায় পৌছেন ফোরাম নেতৃবৃন্দ। অধ্যক্ষ রফিকুল ইসলামের গ্রামের বাড়ির মসজিদে বাদ জোহর কবর জিয়ারত ও মোনাজাত করেন।
তারপর বিকেল চার ঘটিকায় ভোলা বাংলায় স্কুলে স্বাস্থ্যবিধি মেনে ভোলার বিভিন্ন উপজেলা ও জেলা শিক্ষক নেতাদের অংশগ্রহণে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। রফিকুল ইসলামের প্রতি বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃবৃন্দের ভালোবাসা দেখে অনুষ্ঠানে আসা ভোলার শিক্ষক নেতৃবৃন্দ আবেগাপ্লুত হয়ে পড়ে । সুদূর ঢাকা,সিলেট নরসিংদী, কুমিল্লা সুনামগঞ্জ নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ থেকে রফিকুল ইসলামের অমায়িক ব্যবহার নেতৃত্ব গুন ও সাংগঠনিক দক্ষতায় মুগ্ধ হয়ে তার প্রতি সম্মান ও ভালোবাসা থেকে দোয়া মোনাজাত করতে শুধু ছুটে আসা এরকম নজির কোন সংগঠন নেই বলে বক্তারা মতামত ব্যক্ত করেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব সাইদুল হাসান সেলিমকে প্রধান অতিথি করে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলার আজহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভোলা জেলার সম্মানিত সভাপতি জনাব আবু তাহের এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ হুমায়ুন কোভিদ কামাল। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ রফিকুল ইসলামের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করতে কেন্দ্রীয় কমিটির পক্ষে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি সাইদুল হাসান সেলিম সহ-সভাপতি হারুনুর রশীদ ও জালাল উদ্দিন মুদাসির আলম সাজিদ মিয়া মিয়া। সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ ও যুগ্ম মহাসচিব আবদুল জব্বার , জি এম শাওন , এনামুল হক , কামরুজ্জামান ও রেহান উদ্দিন ,যোগাযোগ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক গোলাম সাদেক ,প্রচার সম্পাদক মতিউর রহমান দুলাল , অর্থ সম্পাদক কামরুল হাসান দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন , সহ-দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ,যুগ্ম সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, রবিউল ইসলাম, জ্যোতিষ মজুমদার এম এ মতিন , রুহুল আমিন, সোহেলী পারভীন, কালিপদ সহ আরো অনেকে।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভোলা জেলা কমিটি এবং ভোলার বিভিন্ন উপজেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ধর্মবিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ আব্দুর রহমান। মোনাজাত শেষে রফিকুল ইসলামের কর্মস্থল ও বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশের শিক্ষক-কর্মচারী ফোরাম নেতৃবৃন্দ।