প্রফেসর ফাহিমা খাতুন এর নেতৃত্বে সাময়িক কর্মহীন ও অসহায় মানুষকে ১৩ লক্ষ ৩৭ হাজার ৯৬৮ টাকা আর্থিক সহায়তা প্রদান।

মো. আশরাফুল লতিফ (তুহিন), ব্রাহ্মণবাড়িয়া: প্রফেসর ফাহিমা খাতুন, ট্রেজারার, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ও সাবেক মহাপরিচালক মাউশি ( গ্রেড-১) এর তত্বাবধানে শিক্ষা পরিবারের সদস্যদের নিয়ে গড়া সংগঠন ” পাশে আছি আমরা ” করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সাময়িক কর্মহীন,নিম্নআয় ও অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে।
প্রথম,দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে এবং পঞ্চম,ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ধাপে নগদ অার্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এই সংগঠনের অন্যতম সন্বয়কারী জনাব ওসমান গণি ( সজীব) জানান তাদের এই মানবিক সহযোগীতা কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনটির পক্ষ হতে এ পর্যন্ত ৮ ধাপ সম্পন্ন হয়েছে। সাময়িক কর্মহীন ও অসহায় ১৮৯২ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ও নগদ অর্থ সহ এ যাবৎ পর্যন্ত ১৩ লক্ষ ৩৭ হাজার ৯৬৮ টাকা সহায়তা করা হয়েছে।
সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি সুরক্ষার্থে বিভিন্ন স্থানে” পাশে আছি আমরা” এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। অার এই কাজটিতে ব্রাহ্মণবাড়িয়া -৩ অাসনের মাননীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সভাপতি জনাব র. অা. ম. উবায়দুল মুক্তাদির চৌধুরী এম পি মহোদয় সহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাবিদ সহ সর্ব শ্রেণীর মানুষ অার্থিক ও নৈতিক সহযোগীতা করে যাচ্ছে।
” পাশে অাছি অামরা” এই সংগঠনের সার্বিক কাজগুলোতে সমন্বয়কারীর ভূমিকা পালন করছেন যথাক্রমে জনাব হামজা মাহমুদ, সহযোগী অধ্যাপক,পদার্থ বিজ্ঞান বিভাগ,ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ, জনাব ফরিদা নাজমীন,প্রধান শিক্ষক, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়,ব্রাহ্মণবাড়িয়া, এস অার এম ওসমান গণি (সজীব),প্রভাষক, ইংরেজী বিভাগ,সরকারি অাদর্শ কলেজ, কসবা এবং কেন্দ্রীয় শিক্ষক নেতা জনাব মো. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।