
বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।বুধবার ২৬ আগস্ট সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চুয়াল উপস্থিতি দেখে প্রধানমন্ত্রী বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করেন। এ সময় বিজয়ীদের পুরস্কার ও সনদ হাতে তুলে দেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
কুইজ প্রতিযোগিতায় বগুড়ার তিন বিজয়ীদের মধ্যে দুজন হলেন আদমদীঘি উপজেলার সান্তাহারের রথবাড়ি গ্রামে হুমায়রা খানম ও সাদিয়া ইসলাম ।আরেকজন শাজাহানপুর উপজেলার বাঁশবেড়িয়া গ্রামের মোছা. তালিয়া আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন ,জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান মজনু ,সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ছান্নু প্রমুখ।
প্রসঙ্গত গত ২০ আগস্ট একটি চিঠি বগুড়া জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে ।মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব মোঃ আলতাফ হোসেন চিঠিতে স্বাক্ষর করেন ।চিঠিতে উল্লেখ করা হয় গত ৭ জুন সারাদেশে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।এই প্রতিযোগিতার আজ বুধবার ২৬ আগস্ট সকাল ১০টায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।