প্রধানমন্ত্রীর দেয়া বাড়ি উপহার পেলেন ভিক্ষুক নাজিমুদ্দিন

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

রুবেল মাহমুদ,ঝিনাইগাতী।

ভিক্ষা করে নিজের ঘর  মেরামতের জন্য জমানো ১০ হাজার টাকা করোনা মহামারিতে দান করা সেই ভিক্ষুক নাজিমুদ্দিন আজ মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের পাকা বাড়ির চাবি হাতে পেয়েছেন।ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের নজিমুদ্দিন (৮০) ভিক্ষা করে সংসার চালান। ঘর মেরামতের জন্য তিনি অনেক কষ্টে ১০ হাজার টাকা জমিয়েছিলেন তিনি। কিন্তু করোনা পরিস্থিতিতে  সেই জমানো টাকা সরকারের ত্রাণ তহবিলে দান করে তিনি নজিরবিহীন ঘটনার জন্ম দেন।বিষয়টি মাননীয় প্রধান মন্ত্রীর নজরে আসলে তিনি নাজিমুদ্দিনকে জায়গাসহ পাকা বাড়ি করে দেওয়ার জন্য প্রশাসন কে নির্দেশ দেন।ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা  রুবেল মাহমুদ জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ১৬ আগষ্ট রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নতুন বাড়ির চাবি বুঝিয়ে দেওয়া হয়।
রুবেল মাহমুদ জানান, বৃদ্ধ ভিক্ষুক নজিমুদ্দিন আগে নিজ গ্রামে একটি সরকারি খাস জমিতে একটি কাঁচা ঘরে বসবাস করতেন। এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সেখানে ১৫ শতাংশ জমি দেওয়া হয়েছে। ওই জমিতে তাকে দুই কক্ষের একটি পাকা ঘরও করে দেওয়া হয়েছে। নাজিম উদ্দিনকে যাতে আর কখনো ভিক্ষা করতে না হয়, সেজন্য তাকে একটি দোকানও করে দিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়  ভিক্ষুক নাজিম উদ্দিনের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে ।মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের  ঘর বাড়ি পেয়ে নাজিমুউদ্দিন কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রীর  সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

 


Categories