“প্রথম সেটে খুব বাজেভাবে হারার পরও ইউএস ওপেন জিতলেন নাওমি ওসাকা”

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

প্রথম সেটে খুব বাজেভাবে হারার পরও ইউএস ওপেন জিতলেন নাওমি ওসাকা।

ভিক্টোরিয়া আজারেঙ্কা ইউএস ওপেন ফাইনালের প্রথম সেট দুর্দান্ত শুরু করেন ও জেতেন । কিন্তু বাকি দুটিতে প্রভাব দেখিয়ে শিরোপা নিজের করে নেয় নাওমি ওসাকা।

নাওমি ওসাকা

নাওমি ওসাকা প্রথম সেটে খুব বাজেভাবে হারার পর ভীষণ হতাশ হয়ে পড়েন ওসাকা। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েননি এই জাপানিজ তারকা। অদম্য পেশিশক্তি এবং টেকনিক দেখিয়ে পরের দুই সেট জিতে শিরোপা নিশ্চিত করেন। তাতেই ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম ছুঁয়ে দেখেন সম্প্রতি কৃষ্ণাঙ্গ আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই নারী।

শিরোপা জিততে পেরে দারুণ খুশি ওসাকা। তবে কাজটা যে মোটেও সহজ ছিলোনা সেটাও জানালেন তিনি, ‘জেতা নিয়ে আমি যখন বেশি চিন্তা করে ফেলি, তখন এটা সমস্যা হয়ে দাঁড়ায়। নিজেকে হারিয়ে ফেলি। ভালো ফলাফলের জন্য শান্ত থাকার বিকল্প নেই। ম্যাচে এক সময় মনে হচ্ছিল শেষ হাসি হাসতে পারবোনা। আবার ভাবলাম, আমি তো ফাইনাল খেলতে এসেছি। এটা অনেকেই দেখছে। তাই আমি হারতে পারি না।’


Categories