“প্রথম নাসিরনগরের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ এবং জেলা আইনজীবী সমিতিকে মাস্ক প্রদান”

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আসমত আলী।
প্রথম নাসিরনগরের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ এবং জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনকে মাস্ক প্রদান।
আজ ৫ জুলাই ২০২০ বুধবার প্রথম নাসিরনগরের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ সফিউল আজমের নিকট তার নিজ কার্যালয়ে জেলা আদালতের বিচারক, কর্মকর্তা ও স্টাফদের জন্য ৫০০ মাস্ক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব শফিউল আলম লিটন, সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এডভোকেট এ.কে.এম. কামরুজ্জামান মামুন এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব এডভোকেট তারিকুল ইসলাম রুমাসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দের নিকট আইনজীবী সমিতির জন্য ৬০০ পিস মাস্ক প্রদান করা হয়।

পরবর্তীতে প্রথম নাসিরনগরের নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস ক্লাবের সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীর জন্য ৫০০ মাস্ক, ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর সমিতির সকল সদস্যের জন্য ৫০০ মাস্ক, ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখা (DAB) এর সকল সদস্যের জন্য ৫০০ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সদস্যদের জন্য ৫০০ মাস্ক সংশ্লিষ্ট করতিপক্ষের হাতে প্রদান করেন।
মাস্ক প্রদান করার সময় উপস্থিত ছিলেন প্রথম নাসিরনগরের প্রধান সমন্বয়কারী ডাঃ চৌধুরী শামসুল হক কিবরিয়া পাভেল, প্রথম উদ্যোক্তা মোঃ শফিকুল ইসলাম এবং সদস্য এডঃ এম আমিনুল ইসলাম মুনির প্রমুখ।
এসময় জেলা জজসহ আইনজীবী নেতৃবৃন্দ, প্রেস ক্লাব, নাসিরনগর সমিতি, ডক্টরস এসোসিয়েশন ও জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রথম নাসিরনগরের এ রকম মহতি কর্মকান্ডের বিষয় জেনে সাধুবাদ জানান এবং মাস্ক প্রদান করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।