“পেকুয়ায় চাচার হাত কেটে নেয়ার ঘটনায় থানায় মামলা”

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০
আবদুল মান্নান কক্সবাজার।

পেকুয়ায় চাচার হাত কেটে নেয়ার ঘটনায় থানায় মামলা।

পেকুয়ায় জেল থেকে বের হয়ে চাচার হাত কেটে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
রবিবার বিকালে আহত আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন। মামলায় ভাতিজা আলমগীরসহ ৭জনকে আসামী করা হয়েছে।
গত শুক্রবার (২৮আগষ্ট) সকালে বাড়ি থেকে পেকুয়া বাজারে যাওয়ার পথে মইয়াদিয়া এলাকায় আলী হোসেন (৫০) কে ধারালো কিরিছ/দা দিয়ে নৃশংসভাবে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে ভাতিজা আলমগীর। এসময় দায়ের কোপে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় তার। গুরুতর আহত আলী হোসেনকে উদ্ধার করে প্রথমে পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আলী হোসেন ও আলমগীর সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
উল্লেখ্য, গত ১৪ জুন আলী হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে অপহরণের শিকার হন। এ বিষয়ে আলী হোসেন বাদি হয়ে পেকুয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নং ৫/২০২০। ভাতিজা আলমগীর কে মামলার ২ নম্বর আসামি করা হয়। স্থানীয় জনতা আলমগীর কে পুলিশের কাছে ধরিয়ে দেয়।
দেড় মাস কক্সবাজার কারাগারে বন্দি থেকে কিছু দিন আগে জামিনে মুক্তি পায়। তাকে অপহরণ মামলায় আসামী করায় গত ২৮ তারিখ পথ রোধ করে কুপিয়ে আহত করে চাচার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেয় আলমগীর।
পেকুয়া থানার ওসি মোঃ কামরুল আজম থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Categories