
এম এ রায়হান, যশোর প্রতিনিধি ঃ
পেঁয়াজের মূল্যবৃদ্ধি রোধে বেনাপোল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা।
অদ্য ১৫/০৯/২০২০ খ্রিস্টাব্দ তারিখ যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বগতির কারণে মোবাইল কোর্ট পরিচালনা করেন অত্র উপজেলার সন্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পুলোক কুমার মন্ডল।
দ্রব্যমূল্যের তালিকা না পাওয়া, অধিক দামে পেঁয়াজ বিক্রি করা ইত্যাদি কারণে তিনি বেনাপোল কাঁচা বাজারের তিনজন ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। উল্লেখ্য গত এক সপ্তাহ আগেই উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মহোদয় উক্ত বাজার মনিটরিং করেন এবং সতর্ক করা সত্বেও ব্যবসায়ীরা পেঁয়াজের মূল্য বৃদ্ধি করেছে।
গতকাল ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে এই খবর পাওয়া মাত্রই ৪৫/- টাকার দেশি পেঁয়াজের মূল্য প্রতি ৮০/- টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজের প্রতি কেজির মূল্য ৬০/- টাকায় পৌছে যায়।