
স্টাফ রিপোর্টারঃ অহিদুল ইসলাম।
পায়ুপথ থেকে বের হলো ৩২৮০ পিচ ইয়াবা, পুলিশের হাতে আটক-২।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩২৮০ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ৷
আজ বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭ টার সময় শ্যামলী কোচ কাউন্টারে বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৩২৮০ পিচ ইয়াবাসহ তাদের ২ জনকে আটক করে ৷
আটকৃতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা বেলসারা গ্রামের মৃত নুরুল হকের ছেলে মিজানুর রহমান (৩৮) ও আনসারুলের ছেলে তরিকুল ইসলাম (২৩) ৷
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়েছে ৷
তিনি আরো বলেন, আমরা গোপন সংবাদে জানতে পারি, তারা ঢাকা থেকে শ্যামলী নাইট কোচে ইয়াবা চালান নিয়ে আসছে তাই আমরা শ্যামলী কোচ কাউন্টারে অবস্থান নেই এবং তাদের আটক করে থানায় নিয়ে আসে জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে বলেন আমরা ঢাকা থেকে ইয়াবা চালান নিয়ে ব্যবসা করি ৷ তারপরে তারা তাদের পায়ুপথ থেকে ৩টি ইয়াবা পটলা বের করে দিলে আমাদের আরো সন্দেহ হয় এবং আমরা তাদের হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার দেখালে ডাক্তার বলেন যে তাদের পেটে আরো ইয়াবা আছে ৷ তখন তারা তাদের পায়ুপথ থেকে আরো ৪টি পটলা বের করে দেয় ৷ ৭টি পটলাতে মোট ৩২৮০ পিচ ইয়াবা পাওয়া যায় ৷