পাওনা টাকা ফেরত চাওয়ায় নগরের দৌলতপুরের ব্যবসায়ীসহ দুইজনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

মো. মিজানুর রহমান,সদর উপজেলা প্রতিনিধি, খুলনা।

পাওনা অর্থ ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে পাওনাদার মোঃ শাহিন শেখ সহ দুই জনকে কুপিয়ে জখম করেছে দেনাদার ।আজ বুধবার ১১ টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর কার্তিক কুল বউ বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত শাহিন শেখ দৌলতপুর মহেশ্বরপাশা কার্তিক কুল বউ বাজার এলাকার মোহাম্মদ সুবহান সেক এর ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছেন ,বুধবার সকালে দৌলতপুরের কার্তিক কুল বউ বাজারের ব্যবসায়ী শাহিন শেখ স্থানীয় রাজিব নামের একজনকে কাছে পাওনা টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে রাজিব শামীম মিলে পাওনাদারকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে ।এসময় ডান ঘাড়ে কোপ ও হাতের নখে কোপ দেয়।এতে গুরুতর রক্তাক্ত জখম হন শাহিন শেখ। একপর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সার্জারি ,১১১২ নং ওয়ার্ডে ভর্তি করেন ।বর্তমানে তিনি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
পুলিশ জানিয়েছেন অভিযুক্ত রাজিব (৩২)একই এলাকার আনসার ফকিরের ছেলে এবং শামীম( ৩৮)আব্দুল জলিলের ছেলে ।তাদের গ্রেফতার অভিযান চলছে বলে জানায় পুলিশ।

Categories