মোঃ দুদু মিয়া তানভীর, মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
মৌলভীবাজারের কৃতি সন্তান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন এমপি করোনামুক্ত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) মন্ত্রীর নমুনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ এসেছে।
এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র পেয়ে ঢাকার বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন তিনি। পরদিন ২১ আগস্ট তাঁর শরীরে করোনার উপস্থিতি রয়েছে কি-না তা পরীক্ষা করতে আবারও নমুনা নেওয়া হয়।২২ আগস্ট মন্ত্রীর নমুনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ এসেছে।
প্রসঙ্গত, পরিবেশমন্ত্রী গত ১১ আগস্ট করোনায় আক্রান্ত সন্দেহে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নমুনা পরীক্ষায় দেন। পরদিন ১২ আগস্ট দুপুরে তাঁর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। ওইদিনই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিএমএইচে ভর্তি হন।