” নয়নে নয়নে ” মোঃরুবেল মিয়া

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২০

নয়নে নয়নে চিনিয়াছে যারে
কেমনে আমি ভুলিব তারে।
একটুখানি দূরে গেলে বিহনে
দুচোখ খুঁজে বেড়ায় আনমনে।
যখন তার চোখে দেখি পানি
সকল আনন্দ আমার হয় যে মাটি।
কত আনন্দের স্মৃতি আজো জাগে মনে
তোমাকে কষ্টে রেখে আমি থাকব কেমনে
তুমি যে আমার সকল সুখের তাঁরা
তোমায় ছাড়া জ্বলে না যে আমার শুকতারা।
তোমায় নিয়ে আমি বেঁধেছি যে ঘর
জানি কখনো করবে না আমায় পর।
আশায় আশায় কেটে যাচ্ছে দিন,
একদিন ইনশাআল্লাহ আসবে সুদিন।
ততদিন থেকো তুমি যতন করে,
রাখিব নয়নে নয়নে হৃদয় মাজারে।

মোঃ রুবেল মিয়া
সহকারী অধ্যাপক
ব্যবসায় প্রশাসন বিভাগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


Categories