নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে আখাউড়ায় দুই ফার্মেসীকে জরিমানা করেছে র্যাব ; আটক ৩

সৌমিত্র সাহা, উপজেলা প্রতিনিধি,আখাউড়া।।
সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে দুইটি ফার্মেসিকে র্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনজনকে আটক করেছে। বুধবার সন্ধ্যা সাতটা থেকে এই অভিযান পরিচালনা করে রেপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) ভৈরব জোনের কর্মকর্তারা।

জানা যায়,প্রথমে ওষুধের ক্রেতা সেজে এবং পরে আখাউড়ার সড়ক বাজারে বিভিন্ন দোকানে ঢুকে অ্ভিযান পরিচালনা করেন র্যাবের এএসপি বেলায়েত হোসেন।

এতে ভ্রাম্যমান অভিমানের অভিযুক্ত ফার্মেসিগুলো মধ্যে হলো দরদী ফার্মেসি ও সরকার ফার্মেসি নামের দুইটি ফার্মেসির তিনজনকে আটক করা হয়। অভিযানে আটককৃতরা হলো দরদী ফার্মেসির মালিক আজিজ মোল্লা ও কর্মচারীর জুটন দাস এবং সরকার ফার্মেসির কর্মচারী সালমান।
এ বিষয়ে র্যাবের এএসপি বেলায়েত হোসেন জানান,তাদের বিরুদ্ধে সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ মজুদ এবং অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে ভ্রম্যমান আদালত পরিচালনা করে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে পুলিশের হাতে প্রেরণ করা হবে।