
লাইফ আমাদের স্বাভাবিক জীবনের সঙ্গে যেমন জড়িয়ে গিয়েছে, তেমনি হয়েছে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে ঠিক তেমনি জড়িয়েছে আমাদের সমাজ ও পরিবারের শিশু-কিশোরদের জীবনেও। অনলাইন বা ভার্চুয়াল জগত আমাদের জীবনে অনেক গুরুত্ববহন করে থাকে আর করোনা পরিস্থিতিতে আমাদের বাইরের অনেক কাজই করতে হচ্ছে অনলাইনে। অফিস মিটিং, কেনাকাটা থেকে শুরু করে স্কুল-কলেজ-ভার্সিটির ক্লাস পর্যন্ত হচ্ছে অনলাইনেই। আর এর মাঝেই শিশুদের শুরু হয়েছে অনলাইন ক্লাস, যা একটি ভালো দিক। শিশুদের জীবনেও গুরুত্ব বহন করছে এই ভার্চুয়াল জগত।