
মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর প্রতিনিধিঃ
না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম ময়েন!
সবাইকে ছেড়ে নাফিরার দেশে চলে গেলেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাধিন বকাপুর নিবাসী প্রবীণ রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন (৭৫) (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)।
তিনি বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলা সদরের দুলাল পাড়ায় মেয়ের বাসাই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, নওগাঁ জেলা পরিষদের সম্মানিত সদস্য ও চান্দাশ ডিগ্রি কলেজ -পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ছিলেন।
মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমা ২ টা ৩০ মিনিট, তার নিজ গ্রাম বকাপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমের মৃতদেহ দাফন করা হয়। মরহুমের শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, নওগাঁ-৩ (মহাদেবপুর বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ আক্কাস আলী , সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাম মুহাম্মদ মাহবুবুর রহমান ধুলু, উপজেলা বিএনপির সভাপতি হাজী রবিউল আলম বুলেট প্রমূখ।