
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)ঃ আসমত আলী।
নাসিরনগর উপজেলা স্কাউট কমিটির সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্কাউট কমিটির উদ্যোগে আজ ১২ আগস্ট বুধবার বেলা ৩.৩০ ঘটিকায় পূর্বভাগ এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ে স্কাউট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী।
স্কাউট কমিটির সাধারন সম্পাদক পূর্বভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ফান্দাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইলিয়াছ মিয়া, অরবিন্দু গোপ, আবু আহাম্মদ কামরুল হুদা, এ বিএম ছালেম, পৃথ্বীশ রঞ্জন পোদ্দার, অজিত কুমার দাস, মোঃ মোশারফ হোসেন, কমিশনার মোঃ আব্দুল কুদ্দুছ, কাব লিডার মোঃ সাহাব উদ্দিন প্রমূখ।
সভাপতি নাজমা আশরাফী স্কাউটের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং উপজেলা স্কাউটকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।