“নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা প্রদান” নাসিরনগর ,ব্রাহ্মণবাড়িয়া থেকে আবদুল হক
নাসিরনগর ,ব্রাহ্মণবাড়িয়া থেকে আবদুল হক

২৪ জুন বৃহস্পতিবার ২০২০ ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, জনাব নাজমা আশরাফি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে চাতলপাড়ে ৩৬টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমা আশরাফী সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যক্তিগত তহবিল থেকে চাল, ডাল, তেল, আলু, লবণ, আটা, পিয়াজ, সাবান ইত্যাদি ১১ রকমের ত্রাণ সামগ্রী বিতরণ করেন ।
চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শেখ আব্দুল আহাদ এর উপস্থিতিতে অসহায় ৩৬টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় এলাকার অনেক গ্ণ্যমান্য ব্যাক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন।
চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শেখ আব্দুল আহাদ, উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমা আশরাফীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।