
নাসিরনগর উপজেলার ধরমন্ডলে দু দলের সংঘর্ষে নিহত ১ আহত ১৫ জন।।
নাসিরনগর উপজেলায় দুদলের সংঘর্ষে মোঃ হাদিস মিয়া নামের এক ব্যক্তি (২৭) নিহত হযেছে আহত ১৫।
আজ ৬ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টার সময় নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের নজরুল মিয়ার টমটম ও এখলাছ মিয়ার অটো রিক্সার সাথে ধাক্কা লাগলে দুজনের মধ্যে হাতাহাতি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে হাদিস মিয়া (২৭) গুরুতর আহত হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওযার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মাধবপুর, হবিগন্জ, ব্রাহ্মণবাড়িয়া সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এ ব্যপারে ধরমন্ডল ইউপির চেয়ারম্যান বাহার উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে থানা অফিসার ইনচার্জ এটি এম আনিছূর রহমান জানান ঘটনাস্থল হতে ৬ জন কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।