“নাসিরনগরে ২ জন  মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিশেষ প্রার্থনা ও আলোচনা-এমপি সংগ্রাম”

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০
আসমত আলী -নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)  প্রতিনিধিঃ

নাসিরনগরে ২ জন  মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিশেষ প্রার্থনা ও আলোচনা-এমপি সংগ্রাম।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ২জন বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র দাস ও মোহিত লাল রায় এর মৃত্যুতে  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ সাংসদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী।উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক এর সঞ্চালনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মোল্লা, বীর মুক্তিযোদ্ধা কার্তিক দাস, বীর মুক্তিযোদ্ধা রফিজ মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

Categories