নাসিরনগরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
উপজেলা প্রতিনিধি,  নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।
নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২০ সুষ্ঠু ও সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য শারদীয় দুর্গাপূজার  প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
২২ সেপ্টেম্বর সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পালনের জন্যে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, থানা অফিসার ইনচার্জ এ টি এম আরিচুল হক, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, গৌর মন্দির কমিটির সভাপতি কাজল জ্যোতি দত্ত, পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি শ্রীবাস দাশ, পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনাথ দাস, পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক নির্মল চৌধুরী, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার সুপারভাইজার দেবভ্রত ব্যানার্জী, উপজেলা আনসার ভিডিপি ট্রেইনার মইনুল ইসলাম প্রমূখ।

Categories