
আসমত আলী- নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)।
নাসিরনগরে যুগান্তরের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
নাসিরনগরে দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
৬ ফেব্রয়ারি ২০২২ রবিবার সকালে নাসিরনগর প্রেসক্লাব মিলনাতনে স্বাস্থ্যবিধি মেনে আহবায়ক মোঃ আজিজুর রহমান চৌধুরীর সভাপতিেত্ব দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান খান শাওন,থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। স্বাগত বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুজিত কুমার চক্রবর্তী।
দৈনিক যুগান্তর পত্রিকার নাসিরনগর উপজেলার প্রতিনিধি মোঃ মনিরুল হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মোঃ আছমত আলী,ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি আব্দুল মাজিদ,সমকাল প্রতিনিধি মুরাদ মৃধা,আজকের পত্রিকা প্রতিনিধি বরুন সরকার প্রমুখ।
এ সময় যুগান্তরের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।