
নাসিরনগর (ব্রাহ্মণ বাড়িয়া) প্রতিনিধিঃ
উপজেলার ধরমন্ডল গ্রামের দুই কিশোর গাছ চাপায় নিহত হয়েছে।
জানা যায় আজ ২৩ জুন সকাল ৯ ঘটিকায উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে ট্রাকটর নিয়ে লাখাই যওয়ার পথে বুল্লা রোডের গাছ কাটার সময় গাছের ডাল পড়ে ধরমন্ডলের আলাউদ্দিনের ছেলে মুন্জ মিয়া (১৪) ঘটনাস্হলেই নিহত হয়। আসকর আলীর ছেলে পলাশ মিয়া ( ১৫) কে গুরতর আহত আবস্হায় লাখাই স্বাস্হ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মৃত্যু বরণ করেন,।চালক মোঃ গিয়াস উদ্দিন (২২)কে হবিগঞ্জ জেলা হাসপাতালে হাসপালে ভর্তি করা হয়েছে। ধরমন্ডলের ইউপির চেয়ারম্যান মোঃ বাহার চৌধুরী দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।