(Handicrafts of Bangladesh)-এর অন্যতম স্বপ্ন সারথী এবং গ্রুপের এডমিন সাবিহা শিশির বলেন,আমরা দেশীয় পন্য পাট,জামদানী, তাত,নকশীকাঁথা, শুটকি,খাটি সরিষার তৈল,মধু,খাটি ঘি নিয়ে কাজ করে যাচ্ছি।গ্রুপের মাধ্যমে আমাদের দেশীয় পন্য আন্তর্জাতিক বাজারে রিপ্রেজেন্ট করার ইচ্ছা পোষন করেন। তিনি আরো বলেন, আমাদের এই গ্রুপের কার্যক্রম পরিচালনা করা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রবীণ মেধাবী একটি টিম রয়েছে। যাদের অনুপ্রেরণায় আমাদের পথচলা। উল্লেখ্য,২০১৭ সাল থেকে (Handicrafts of Bangladesh)-এর যাত্রা শুরু হয়।