“নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মারা গেলেন মাদারীপুরের আবুল বাসার”

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

মোঃকাঞ্চন হোসেন মাদারীপুরঃ

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মারা গেলেন মাদারীপুরের আবুল বাসার।

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের আবুল বাসার মোল্লা (৪০) নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন। দগ্ধ লোকজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। দুর্ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে আবুল বাসার মোল্লা রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত আবুল বাসার নারায়ণগঞ্জের একটি ওষুধ কোম্পানির মেশিন অপারেটর হিসাবে কাজ করতেন। যে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে, তার পাশে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। তাঁর স্ত্রী ও পাঁচ সন্তান গ্রামের বাড়িতে থাকতেন।

তাঁর অকালমৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না স্ত্রী ও সন্তানেরা। স্বজন হারানো শোকের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও তাঁরা দুশ্চিন্তায় আছেন। তিন মেয়ে এবং দুই ছেলে নিয়ে কি করে বাচবেন মৃত্য আবুল বাসারের স্ত্রী তাজিয়া বেগম তাই ভেবে ও স্বামী হারানোর শোকে বারবার মুর্ছা যাচ্ছেন।

সোমবার সকালে মাদারীপুর ছিলারচরে নিজ বাড়িতে তার লাশ দাফন করা হয়।


Categories