নরসিংদীর শিবপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

আসাদুজ্জামান আসাদ শিবপুর, নরসিংদী।।
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের গড়বাড়ী দিঘির পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা সেলু মেশিন ২৩ জুন মঙ্গলবার সকালে জব্দ করা হয়েছে। গোপন সংবাদে খবর পেয়ে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর শিবপুর মডেল থানার পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন অবৈধভাবে সেলু মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। তাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলন করা মালিক, শ্রমিক পালিয়ে যায়।

পরে অবৈধভাবে বালু উত্তোলন করার কাজে ব্যবহৃত সেলু মেশিন জব্দ করে নিয়ে আসা হয়। গত প্রায় আট মাস যাবৎ শিবপুরে বালু উত্তোলন করা বন্ধ রয়েছে। এর পূর্বে এলাকায় কতিপয় সমাজপতিদের সহযোগিতায় রাজনৈতিক ও কতিপয় আমলাদের ছত্রছায়ায় থেকে মোটা অংকের টাকা লেনদেনের মাধ্যমে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হয়েছিল। এলাকার অভিজ্ঞ ও সচেতন মহলের আবেদনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে সক্ষম হয়েছেন। এজন্য শিবপুরবাসী তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রশংসিত হয়েছেন শিবপুরের সর্বমহল থেকে। এরই মধ্যে ২৩ জুন মঙ্গলবার খবর পান গড়বাড়ী দিঘির পাড় বালু উত্তোলন করা হচ্ছে। তৎক্ষনাৎ সময় ক্ষেপন না করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর ছুটে যান ঘটনাস্থলে। বন্ধ করে দেন বালু উত্তোলন। এ কাজে তিনি শিবপুর উপজেলাবাসীর নিকটে প্রশংসিত হয়েছেন।


Categories