
*নদীর ভেতরে হাজারো নদী*
আগামী ভোরের প্রভাত রবি
উঁকি মারছে পত্রগুচ্ছের নৃত্য ভ্রমণের কাব্যে
বিচিত্র দূর গগনের প্রমোদ ধ্বনি
বেজে ওঠার আগেই
খণ্ড খণ্ড গীটারের তার ছেঁড়া শোক
বিভীষিকার অন্তহীন পথে বালুকার জীর্ণ বার্তা
আস্ফালিয়া হয়ে চরণ টানে
পৃথিবীর পাদুকা ভঙ্গুর স্লেটে আঁকে
বাগীশ্বরী দিনমানের নিকেষ কালো আঁধার
নানা রকম ভূগোল পাঠ্য নদী হয়ে মিশে যায়
দুঃখের আমাজনে
কুয়াশার ভেতরে করুণ ইচ্ছেরা
ইঙ্গিত করে – নদীর ভেতরে হাজারো নদী
গোলক পৃষ্ঠার তীরে অপেক্ষামান আছে অহরহ কালো।
কবি ও গল্পকার
তারিখ : ১৪/০৭/২০২০ সাল