নওগাঁ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

অহিদুল ইসলাম, নওগাঁ।।
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নওগাঁ জেলা কমিটির উদ্যোগে আজ নওগাঁ বাইপাস সরক সংলগ্ন স্থানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০ টায় এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সম্মানিত সহসভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পদক মাসফেকুর রহমান মাহেন, জাতীয় শ্রমিক লীগ নওগাঁ জেলা শাখার সহসভাপতি আসলাম শিকদার, সহসভাপতি মোঃ হারুন, জাতীয় শ্রমিক লীগ নওগাঁ জেলার সুযোগ্য সাধারণ সম্পাদক এস, এম মামুনুজ্জামান মামুন যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু খান, যুগ্ম সাধারণ সম্পাদক মিনুম, সাংগঠনিক সম্পাদক মাসুম চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক এ কে এম আজম খসরু সাহেবের আস্থাভাজন, সাবেক ছাত্রনেতা মোঃ নাহিদুজ্জামান রনি,বীর মুক্তিযোদ্ধা মোঃ রসিদ সহ জেলা, থানা, সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।