“নওগাঁয় ৮ কেজি গাঁজা ও পিকআপসহ আটক -২”

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০
মোঃ রুবেল হোসেন, মান্দা প্রতিনিধিঃ

নওগাঁয় ৮ কেজি গাঁজা ও পিকআপসহ আটক -২। 

নওগাঁয় গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ আটক পূর্বক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার সহ দু’জন শীর্ষ মাদক কারবারীকে আটক করেছের্ যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের একটি অভিযানিক দল।
অভিযানে নের্তৃত্ব দেন,র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা জানান, একটি পিকআপে করে কুমিল্লা থেকে গাঁজা বহন করে নওগাঁর বদলগাছীতে নিয়ে আসছে মাদক কারবারীরা এমন গোপন সংবাদের ভিত্তিতে ২৫ শে আগষ্ট মঙ্গলবার দিনগত রাত ১০ টার দিকে র‍্যাবের অভিযানিক দল নওগাঁর বদলগাছী উপজেলার জিজিরপুর এলাকায় পৌছে একটি পিকআপ আটক পূর্বক পিকআপে অভিযান চালিয়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় মোট ৮ কেজি গাঁজা উদ্ধার সহ ঘটনাস্থল থেকে মাদক কারবারী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চারুয়া গ্রামের আব্দুল ছাদেক এর ছেলে রুবেল (৩৫) ও একই উপজেলার কইখাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে দিদার হোসেন (২৭) কে আটক করেন।
আটককৃতরা শীর্ষ মাদক কারবারী বলে নিজেরাই শিকার করে যাবের প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃতরা আরো জানান, আটককৃত পিকআপের মাধ্যমে বিশেষ কায়দায় মাদক গাঁজা কুমিল্লা জেলা থেকে তারা নওগাঁর বদলগাছীতে নিয়ে আসছিলেন এবং তারা দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে গাঁজা সরবরাহ করে আসছিলেন বলেও শিকার করেছেন বলেও নিশ্চিত করেছেন যাবের ঐ কর্মকর্তা। সংবাদ লেখার সময় এব্যাপারে বদলগাছী থানাতে মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।

Categories