নওগাঁয় র‍্যাবের অভিযানে ৭শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ যুবক গ্রেফতার

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মে ১০, ২০২২
অহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পার্শ্বে জনৈক আনোয়ার হোসেনের আলেয়া মেমোরিয়াল হাসপালের সামনে মহাদেবপুর হতে নজিপুর গামী পাকাঁ রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ এনামুল হক (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।
র‌্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার বিকেল ৬ টার দিকে উপজেলার কলোনি পাড়া গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ এনামুল হককে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র‍্যাব আরও জানায় যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী যুবক, মাদকসেবী এবং মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে তার বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

Categories