নওগাঁয় র‌্যাবের অভিযানে ৭ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২
অহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর বদলগাছি থানার বদলগাছি হাটখোলা বাজার পুরাতন ব্রীজ রোডের কথিত জজ মার্কেটের দোতলা হতে বুধবার দিবাগত রাত সোয়া ৮ টার দিকে ৭ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে ৭ টি সিপিইউ ও অন্যান্য সরজামাদিসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি উপজেলার জগন্নাথপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে মোঃ আনিছুর রহমান (২৮), ফয়জাবাদ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ রনি আহম্মেদ (২৮), কামারবাড়ী গ্রামের নারায়ণ পাহানের ছেলে শ্রী উপেন পাহান (২৮), রামদাস পাহানের ছেলে শ্রী পবিত্র পাহান (২৪), দেউলিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে মোঃ রনি হোসেন (২৩) হাপানিয়া গ্রামের মৃত আলেফ উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৫), ও সেনপাড়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে শ্রী শ্যামল চন্দ্র প্রামানিক(৩০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে বদলগাছি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন-২০১২ অনুযায়ী মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

Categories