নওগাঁয় মোট করোনা আক্রান্ত ১২১৯ জন, ১৯ জনের মৃত্যু ; স্বাস্থ বিধি মানছেনা মানুষ!

স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় নতুন করে আরো ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এনিয়ে নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বেঁড়ে দারালো ১ হাজার ২ শত ৩৯ জনে। জেলায় এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন ১৯ জন। এছাড়া সুস্থ্যতা লাভ করেছেন ১ হাজার ১ শত ৪১ জন বলে আজ ১৯ সেপ্টেম্বর শনিবার গনমাধ্যমকে নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসন।
তবে, সরকারী হিসাবের বাইরেও নওগাঁর কয়েকজন রাজধানী ঢাকা ও রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে মুত্যু বরন করেছেন।
নওগাঁতে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্ত’র চিত্র নিস্নরুপ।
নওগাঁ সদর উপজেলায় ৪৭৮ জন, সাপাহার উপজেলায় ১২৭ জন, রানীনগড় উপজেলায় ৫৩ জন, মহাদেবপুর উপজেলায় ১০১ জন, পোরশা উপজেলায় ৮৫ জন, মান্দা উপজেলায় ৪৮ জন, আত্রাই উপজেলায় ৩০ জন, পত্নীতলা উপজেলায় ৯৬ জন, নিয়ামতপুর উপজেলায় ৬৭ জন, বদলগাছী উপজেলাতে ১০৬ জন ও ধামুরহাট উপজেলায় ৪৮ জন। এনিয়ে নওগাঁতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ১ হাজার ২ শত ৩৯ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১ হাজার ১ শত ৪১ জন এবং মৃত্যু বরন করেছেন ১৯ জন।
আজ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬০০ জন। আজ নতুন কোন নমুনা পরিক্ষার জন্য পাঠানো হয়নি বলেও নিশ্চিত করেছেন জেলা প্রশাসন অফিস।
অপরদিকে সরকারী স্বাস্থ্য বিধি না মেনেই বেপরোয়াভাবে হাট-বাজার সহ শহরে চলাফেরা করছে মানুষ। পরিস্থিতি দেখলে মনে হবে যেন, নওগাঁতে করোনা ঝুকি নেই। এজন্য শুধু জনসচেতনা নয়, জেলা প্রশাসনকে কঠোর হয়ে মাঠে নামতে হবে তবেই স্বাস্থ্যবিধি মানতে বাধ্য হবে মানুষ বলেই মনে করছেন সচেতন মহল।