“নওগাঁয় করোনা ভাইরাস, নতুন আক্রান্ত ৯ জন,মোট আক্রান্ত ১ হাজার ১,শত ৫২ জন, ১৭ জনের মৃত্যু!”

অহিদুল ইসলাম-স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় করোনা ভাইরাস, নতুন আক্রান্ত ৯ জন,মোট আক্রান্ত ১ হাজার ১,শত ৫২ জন, ১৭ জনের মৃত্যু!
নওগাঁয় নতুন করে আরো ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এনিয়ে নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বেঁড়ে দারালো ১ হাজার ১ শত ৫২ জনে। জেলায় এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন ১৭ জন। এছাড়া সুস্থ্যতা লাভ করেছেন ১ হাজার ৩৩ জন বলে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন জেলা প্রশাসন।
তবে, সরকারী হিসাবের বাইরেও নওগাঁর কয়েকজন রাজধানী ঢাকা ও রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে মুত্যু বরন করেছেন।
নওগাঁতে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্ত’র চিত্র নিস্নরুপ।
নওগাঁ সদর উপজেলায় ৪৩১ জন, সাপাহার উপজেলায় ১২৪ জন, রানীনগড় উপজেলায় ৪৭ জন, মহাদেবপুর উপজেলায় ৯৬ জন, পোরশা উপজেলায় ৮২ জন, মান্দা উপজেলায় ৪৬ জন, আত্রাই উপজেলায় ২৫ জন, পত্নীতলা উপজেলায় ৮৬ জন, নিয়ামতপুর উপজেলায় ৬৬ জন, বদলগাছী উপজেলাতে ১০৫ জন ও ধামুরহাট উপজেলায় ৪৪ জন। এনিয়ে নওগাঁতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ১ হাজার ১ শত ৫২ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১ হাজার ৩৩ জন এবং মৃত্যু বরন করেছেন ১৭ জন।
Attachments area