
এক একটি দ্বীপ যেন পানিতে ভাসামান ভেলা,
চারদিকে তাকালে মনে দেয় যে দোলা।
নীল আকাশ ছুয়ে প্রকৃতির সাথে করে খেলা।
ছোট ছোট ডিঙি নৌকা পাশ দিয়ে চলে বেলা-অবেলা।
সাঁজো মাঝি মাছ ধরে ভোর বিহনে,
নানান প্রজাতির মাছ পেয়ে কষ্ট যায় ভুলে।
বর্ষাকাল এলেই তাদের মনে থাকে ভয়।
কখন জানি নদীর ঢেউয়ে বসত বাড়ি বিলীন হয়।
চর জাগলে নিজ জমি দখল করে অন্য জন।
এভাবেই সংগ্রাম করে চলছে দ্বীপ বাসির জীবন।
কারণে -অকারণে টেটা দিয়ে করে মারামারি।
এ যেন আধুনিক যুগের এক অসম্ভব বারাবারি।
একবিংশ শতাব্দীতে ভ্রাত্বিতের বন্ধন বিনির্মানে,
আজো দ্বীপ বাসিন্দারা স্বপ্ন দেখে আনমনে।
জেগে উঠো তরুণ প্রজন্মের তারুণ্য শক্তি
এসো হাতে হাত রেখে দূর করি শত বাধা বিপত্তি।
আমাদের দ্বীপগুলোর নৈসর্গিক সৌন্দর্য রক্ষায়,
আবাল বৃদ্ধ বনিতা তরুণ সমাজের অপেক্ষায়।
মোঃ রুবেল মিয়া
সহকারী অধ্যাপক
ব্যবসায় প্রশাসন বিভাগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়