“দোয়ারায় লোডশেডিং ও বিদ্যূতের সাবষ্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন”  

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
স্টাফ রিপোর্টারঃ

দোয়ারায় লোডশেডিং ও বিদ্যূতের সাবষ্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন  

ছাতক বিদ্যূৎ অফিস পিডিবির অনিয়ম দূর্নীতিও  অসহনীয় বিদ্যূৎতের যন্ত্রনায় অতিষ্ট দোয়ারাবাসী। এই শ্লোগানকে সামনে রেখে, সুনামগঞ্জের দোয়ারাবাজার  উপজেলার সদর ও বিভিন্ন গ্রামে বিদ্যূৎতের লোডশেডিং ও সময় অসময়ে বিদ্যূৎ চলে যাওয়ার কারণে বিদ্যূৎতের সাবষ্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেন দোয়ারাবাজার বাসী।
আজ বুধবার ( ৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় দোয়ারাবাজার উপজেলা সড়কের প্রাণ কেন্দ্র আখড়া মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচী অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ডা. গুপিকারঞ্জন চক্রবর্তী বাচ্চু, প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, আওয়ামিলীগ নেতা গুরুদাস দে, সেচ্ছাসেবক লীগ নেতা ছালিক মিয়া, সুমন রায়, ফিরুজ মিয়া, অরিধন দাস, শামীম আহমদ, ব্যবসায়ী বাবুল মিয়া, বিএনপি নেতা ফারুক আহমদ, হেলাল মিয়া, ফয়জুল করিম, সাবেক মিয়া নিতাই দাস, বিকাশ দাস, পরেশ দাস, মুক্তার আলী প্রমুখ।

Categories