“দেশবরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই”

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০

দেশবরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রজিউন)।

আজ রোববার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন আলাউদ্দিন আলী। সেই প্রেক্ষিতে ২০১৫ সালের ৩ জুলাই তাকে ব্যাংকক নেয়া হয়। সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে এবং ক্যান্সারে পরিণত হয়েছে। এরপর অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি তার ক্যান্সারেরও  চিকিৎসা চলছিল।

alauddin ali new                                  দেশবরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী

গত কয়েক বছর ধরে খানিকটা সুস্থ ছিলেন দেশবরেণ্য এই গীতিকার ও সুরকার। গতকাল শনিবার ভোর পৌনে ৫টার দিকে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।


Categories