“দুষ্ট লোকের রাজ” আবদুল মান্নান

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

সবখানে চলছে যে আজ
দুষ্ট লোকের রাজ !
বেশ্যারা নিচ্ছে নিত্য নূতন
নব বধূর সাজ।

অপদার্থ ভোটে জিতে
দখল করছে পদ!
টাকার জোরে হারিয়ে যাচ্ছে
চেয়ার থেকে সৎ!

বাচ বিচারহীন মানুষ যখন
করে নেতা নির্বাচন!
শিক্ষিত সৎ চেয়ার থেকে
চলে যায় নির্বাসন।

ভোটের অর্থ বুঝেনা তো
দিচ্ছে সদা ভোট।
জয়ী প্রার্থী ভোটে তাদের
সম্পদ করে লুট।

লুটতে লুটতে জিহ্বা তাদের
হচ্ছে প্রবল ধার !
সুযোগ পেয়ে সম্ভ্রমহানি
করে ছারখার!

পদের ভারে পথ হারিয়ে
করে টানাটানি!
বুঝেনা তো আইন আদালত
চালায় হানাহানি।

তাদের পাপের প্রায়শ্চিত্ত
করছে জনগন।
অবিচারের স্বর্গরাজ্যে
গুনছে তাদের ক্ষণ।
__________________________


Categories