
দশমিক ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪ শতাংশে কৃষককে ঋণ দিতে তহবিল গঠন।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য উৎপাদন বাড়াতে চায় সরকার। এ লক্ষ্যে কৃষকের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে কম সুদে কৃষকদের ঋণ দেওয়া হবে; সুদের হার হবে দশমিক ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪ শতাংশ। ১৭ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এই ঋণ দেওয়া হবে। এর মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। দশমিক ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে এই ঋণ নিতে পারবেন কৃষক।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই তহবিলের অধীনে ব্যাংকগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গা চাষিদের মধ্যে এ ঋণ বিতরণ করবে। ধান, শাক-সবজি, ফুল ও ফল চাষের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন কৃষকরা। ঋণ পরিশোধে কৃষক তিন মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৮ মাস সময় পাবেন। তবে শর্ত হল এই তহবিলের ঋণ কোনোভাবেই গ্রাহকের আগের ঋণের সঙ্গে সমন্বয় করা যাবে না।