
জেলা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। দুপক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।ম
ঙ্গলবার সকালে উপজেলার মোগলাবাজার ইউনিয়নের নেগাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় উভয়পক্ষের ১১ জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, সংঘর্ষে গুরুতর আহত হওয়া চেরাগ আলী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেশ কয়েকজন।